• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

দেশে গণমাধ্যম অত্যন্ত স্বাধীনভাবে কাজ করছে: ড. হাছান মাহমুদ 

প্রকাশিত: ৭ জুলাই ২০২১  

 
তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, দেশে গণমাধ্যম অত্যন্ত স্বাধীনভাবে কাজ করছে।

বুধবার মুজিব শতবর্ষ উপলক্ষে তথ্য অধিদফতর সংকলিত ‘অনশ্বর বঙ্গবন্ধু’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও সমসাময়িক বিষয়ে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

কিছু সংস্থা বিবৃতি বিক্রি করছে মন্তব্য করে মন্ত্রী বলেন, বিভিন্ন সংস্থা সময়ে সময়ে নানা দেশের গণমাধ্যম ও মানবাধিকার সংশ্লিষ্ট বিষয়ে নানা বিবৃতি, প্রতিবেদন দেয়। সেগুলো বাস্তবতার সঙ্গে মেলে না। কিছু কিছু সংস্থা বিশেষ মহলের প্ররোচনায় বিবৃতিগুলো বিক্রি করে বলেই সেগুলো ত্রুটিপূর্ণ হয়।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা। তিনি বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম দিয়েছেন। তাই বাঙালি জাতি সত্তার পরিচয় জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –