• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

প্রধানমন্ত্রীর অপেক্ষায় ময়মনসিংহবাসী: শরীফ আহমেদ

প্রকাশিত: ১১ মার্চ ২০২৩  

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মানুষ ব্যাপক উৎসাহ নিয়ে অপেক্ষা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে শনিবার (১১ মার্চ) ময়মনসিংহে স্মরণকালের বড় সমাবেশ হবে ইনশাআল্লাহ। গতকাল শুক্রবার সন্ধ্যায় তিনি এ কথা বলেন।

ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের এমপি শরীফ আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে এ বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার মানুষ ব্যাপক উৎসাহ- উদ্দীপনায় জেগেছে। প্রত্যাশা করছি এ বিভাগীয় মহাসমাবেশ স্মরণকালের ঐতিহাসিক সমাবেশে রূপান্তরিত হবে, ইনশাআল্লাহ।  

তিনি বলেন, আগামীতে জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী ময়মনসিংহ বিভাগের সবাইকে দিকনির্দেশনা দেবেন বলে আমরা বিশ্বাস করি।  

শনিবার ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে স্থানীয় আওয়ামী লীগের জনসভায় যোগদানের পাশাপাশি প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার শতাধিক উন্নয়নকাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, অবকাঠামোসহ বিভিন্ন সেক্টরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের ব্যাপক উন্নয়নে বদলে গেছে গোটা ময়মনসিংহ। ময়মনসিংহকে বিভাগে উন্নীত করার সঙ্গে অভূতপূর্ব উন্নয়নের ছোঁয়ায় এখানকার মানুষের জীবনযাত্রার মান বেড়েছে কয়েকগুণ।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –