• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

পায়রার ভাঙন রোধে ৭৫১ কোটি টাকার প্রকল্প উদ্বোধন

প্রকাশিত: ২৫ মার্চ ২০২৩  

 
বরগুনায় পায়রা নদীর ভাঙন রোধে শহররক্ষা বাঁধ নির্মাণ, ব্লক বসানো ও চাওরা খাল পুনঃখনন, কচুরিপানা পরিষ্কার ও স্লুইসগেট নির্মাণে ৭৫১ কোটি ২৮ লাখ ৭১ হাজার টাকার প্রকল্প উদ্বোধন করা হয়েছে। 

গতকাল শুক্রবার বরগুনার পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে এ প্রকল্পের উদ্বোধন করা হয়। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড দক্ষিণাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মজিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শমভু।

সভায় আরো বক্তব্য দেন- আমতলী পৌরসভার মেয়র মো. মতিয়ার রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমান, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কাদের মিয়া, বরগুনার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব প্রমুখ।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –