• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

দক্ষিণ চীন সাগরে যুদ্ধজাহাজ পাঠাল ভারত

প্রকাশিত: ৫ আগস্ট ২০২১  

চীনা আগ্রাসনের বিরুদ্ধে কড়া বার্তা দিতে এবং বন্ধুদেশগুলোর সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় করতে দক্ষিণ চীন সাগরে রণতরী পাঠাল ভারত। ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী একটি রণতরী এবং একটি ক্ষেপণাস্ত্র ফ্রিগেট-সহ মোট চারটি জাহাজ আগামী দুই মাসের জন্য দক্ষিণ-পূর্ব এশিয়া, দক্ষিণ চীন সাগর এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পাঠানো হয়েছে।

এক বিবৃতিতে ভারতীয় নৌসেনা জানিয়েছে, প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ দক্ষিণ চীন সাগরের বিস্তীর্ণ এলাকায় বহু দিন ধরেই আগ্রাসী হয়ে উঠেছে চীন। 

বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে দ্বৈরথ আরো বেড়েছে। চলতি বছরের জুনে চীনকে বার্তা দিতে দক্ষিণ চীন সাগরে রুটিন অভিযানে রণতরী পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। এবার ভারতও যুক্তরাষ্ট্রের পথেই হাঁটল। চলতি মাসে ফিলিপাইন সাগরে নৌসেনার মহড়া চালাবে যুক্তরাজ্যও।

দক্ষিণ চীন সাগর এলাকায় শান্তি বিঘ্নিত হওয়ার জন্য যুক্তরাষ্ট্র, জাপান-সহ পার্শ্ববর্তী দেশগুলো চীনকেই দায়ী করে। ভারতীয় নৌসেনা বিবৃতিতে জানিয়েছে, বন্ধুদেশগুলোর সম্পর্ক মজবুত করতে এবং ওই এলাকায় শান্তি ও স্থিতাবস্থা ফিরিয়ে নিয়ে আসতেই রণতরী মোতায়েন করছে ভারত।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –