• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

মেক্সিকোতে বারে বন্দুক হামলা, নিহত ১০

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২২  

মেক্সিকোর একটি পানশালায় ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়েছে এক বন্দুকধারী। এ ঘটনায় নিহত হয়েছেন অন্তত ১০ জন।

মেক্সিকো প্রশাসন জানায়, বুধবার (২১ সেপ্টেম্বর) রাতে গুয়ানাহুয়াতো শহরের একটি বারে ঢুকে এক ব্যক্তি আকস্মিক গুলি ছুড়তে শুরু করেন। এতে ঘটনাস্থলেই ৯ জন মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যু হয় আরো একজনের। নিহতরা সবাই পুরুষ।

পুলিশের ধারণা, মাদক কারবার সংশ্লিষ্টতার জেরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। হামলার রহস্য উদঘাটনে তদন্ত চলছে। তবে হামলাকারীকে এখনও গ্রেফতার করতে পারেনি তারা।

সম্প্রতি মেক্সিকোজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েছে গ্যং সহিংসতা। সরকারি হিসেবে, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত দুই হাজার ১০০’র বেশি হত্যাকাণ্ড ঘটেছে দেশটিতে।

২০০৬ সালের ডিসেম্বর থেকে মাদকবিরোধী অভিযান শুরু করে মেক্সিকো প্রশাসন। এরপর থেকে এখন পর্যন্ত ৩ লাখ ৪০ হাজার হত্যাকাণ্ড ঘটেছে দেশটিতে। যা নিয়ে চিন্তিত মেক্সিকো সরকার।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –