• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পরমাণু অস্ত্র ব্যবহার করলে রাশিয়ার ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি 

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২২  

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া যেকোনো পরমাণু অস্ত্র ব্যবহার করলে তার যথাযথ জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। পরমাণু অস্ত্র ব্যবহারের কারণে বিপর্যয়ের পরিণতির বিষয়ে মস্কো মুখোমুখি হবে বলে উল্লেখ করেছে পরাশক্তি দেশটি।

রোববার মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান মস্কোর উদ্দেশ্যে এ হুঁশিয়ারি দেন।

গত বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হালকাভাবে পরমাণু ব্যবহারের হুমকির পর সর্বশেষ মার্কিন কোনো কর্মকর্তা হিসেবে সুলিভান  রাশিয়ার প্রতি হুঁশিয়ারি দিলেন।

জ্যাক সুলিভান বলেন, যদি রাশিয়ার সীমা অতিক্রম করে তবে তাদের জন্য ভয়ানক বিপর্যয় হবে। যুক্তরাষ্ট্র সঠিক সময় তার মোক্ষম জবাব দেবে। 

তবে বক্তব্যে জবাবের কোনো পরিকল্পনার ধরন বর্ণনা করেননি সুলিভান। তবে মস্কোকে গোপনে মার্কিন যুক্তরাষ্ট্র কি বোঝাতে চায় তা বিস্তারিতভাবে সেটি জানানো হবে। 

সুলভিন বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের কার্যক্রম ও হুমকি এবং গত কয়েকদিন ধরে ইউক্রেনের অবস্থা নিয়ে আলোচনার সময় বারবার সরাসরি রাশিয়ার সঙ্গে যোগাযোগ করছে মার্কিন যুক্তরাষ্ট্র। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –