• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপনাস্ত্র হামলা, নিহত ১২

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৩  

ইউক্রেনে আরেক দফা ক্ষেপণাত্র হামলার চালিয়েছে রাশিয়া। এসব হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো ৬৪ জন। 
শনিবার দেশটির জ্বালানি অবকাঠামো লক্ষ্য বেশিরভাগ হামলা চালিয়েছে রাশিয়া। 

ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির নিপ্রো শহরে রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র ৯তলা ভবনে আঘাত হানলে সেখানে অন্তত ১২ জন নিহত হন। তীব্র শীত উপেক্ষা করেই রাতের বেলায় ইউক্রেনের উদ্ধারকর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়ে যান। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

নিপ্রোর ডেপুটি মেয়র সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক ভিডিও বলেন, তারা ৯তলা ভবন এবং এর আশপাশে বসবাসকারীরা এবং ধ্বংসস্তূপ থেকে আটকেপড়াদের উদ্ধারে একের পর এক খুদে বার্তা পাঠিয়ে যাচ্ছিলেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের উপপ্রধান কর্মকর্তা কিরিলো তিমোশেঙ্কো বলেছেন, নিপ্রোর ঐ ভবনটি থেকে ৩৭ জন আটকেপড়া ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। এই হামলায় অন্তত ৬৪ জন আহত হয়েছেন।

কেবল নিপ্রো নয়, রাশিয়ার এই দফার হামলা আঘাত হেনেছে ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং অন্যান্য শহরের গুরত্বপূর্ণ অবকাঠামোতেও। 

ইউক্রেনের জ্বালানিমন্ত্রী বলেন, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা নিয়ে সংকট বাড়ায় আগামী দিনগুলো খুবই কঠিন হতে যাচ্ছে। বিশেষ করে এই তীব্র শীতে পানি গরম করা, ঘরের জন্য কেন্দ্রীয় উষ্ণতা সঞ্চালন ব্যবস্থা পরিচালনা করা খুবই কঠিন হবে।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, নিপ্রোতে নিহতের সংখ্যা বাড়তে পারে। তিনি ‘রাশিয়ার সন্ত্রাসবাদের’ মোকাবিলায় পশ্চিমা মিত্রদের কাছে আরো অস্ত্র সহায়তা চাইবেন। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –