• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

নিউজিল্যান্ডের সবচেয়ে বড় শহরে বন্যায় জরুরি অবস্থা জারি

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৩  

নিউজিল্যান্ডের সবচেয়ে বড় শহর অকল্যান্ডে টানা বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় দুজন নিহত হয়েছে। এতে অন্তত আরো তিনজন নিখোঁজ রয়েছেন। শহরটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

বন্যায় ভেসে যাওয়া একটি কালভার্টের ওপর থেকে শুক্রবার রাতে একজনের এবং শনিবার একটি গাড়ি পার্কিংয়ের জায়গা থেকে আরেকজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। শহরের অনেক জায়গায় বুক সমান পানিও দেখা দিয়েছে। বন্যার ফলে চরম ভোগান্তিতে পড়েছে অকল্যান্ডবাসী। শহরটির বিমানবন্দরে শুক্রবার রাতে অনেকে আটকা পড়েন। সব ফ্লাইট বন্ধ রয়েছে এবং টার্মিনালের বেশখানিকটা ডুবে গেছে।

দেশটির নতুন প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স সামরিক হেলিকপ্টারে করে অকল্যান্ডে গেছেন। জেসিন্ডা আরডার্ন পদত্যাগের পর গত বুধবার ক্রিস হিপকিন্স শপথ নেন। বন্যাকবলিত শহরে পৌঁছে প্রধানমন্ত্রী হিপকিন্স বলেন, অকল্যান্ডবাসীকে মনে রাখতে হবে, এই বৃষ্টি আরো বাড়তে পারে।

গত ১৫ ঘণ্টায়ই শহরটিতে গ্রীষ্ম মৌসুমের ৭৫ শতাংশ বৃষ্টিপাত হয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –