• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

ইমরান খানের দলকে নিষিদ্ধের পরিকল্পনা পাকিস্তান সরকারের

প্রকাশিত: ২০ মার্চ ২০২৩  

 
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করা নিয়ে ব্যাপক নাটকীয়তা চলার পর এবার তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) নিষিদ্ধের পরিকল্পনা করছে শাহবাজ সরকার। গতকাল রোববার (১৯ মার্চ) নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ পিটিআই’কে নিষিদ্ধ করার বিষয়টি সামনে এনেছেন।

তিনি বলেছেন, ‘একদল আইনজীবী পিটিআই’কে নিষিদ্ধের বিষয়টি খতিয়ে দেখছেন। দলটিকে নিষিদ্ধ করার চূড়ান্ত সিদ্ধান্ত আদালতই নেবেন।’  

রানা সানাউল্লাহ জানান, ‘তদন্ত’ করতে গিয়ে ইমরান খানের বাসভবন (জামান পার্ক ম্যানশন) থেকে একটি একে-৪৭ অ্যাসল্ট রাইফেল এবং গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এছাড়া যে ভবনের বাইরে থেকে ৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে; তাদের বেশিরভাগই পাঞ্জাবের নয় বরং তাদের ভূমিকা সন্দেহজনক।

‘একটি জঙ্গি সংগঠন হিসেবে পিটিআইয়ের বিরুদ্ধে মামলা করার মতো যথেষ্ঠ প্রমাণ ইমরানের বাড়ি থেকে পাওয়া গেছে,’ বলেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী।

এদিকে শনিবার (১৮ মার্চ) বার্তা সংস্থা রয়টার্স’কে দেয়া এক সাক্ষাৎকারে ইমরান খান বলেছেন, তার বিরুদ্ধে শতাধিক মামলা রয়েছে।

তিনি জানান, যেকোনো সময় তিনি কারাবন্দি হতে পারেন এবং এ কারণে তিনি একটি কমিটি গঠন করেছেন; যারা তার অনুপস্থিতিতে দলীয় সিদ্ধান্ত নেবেন।

সূত্র: ডেইলি পাকিস্তান

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –