• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

দাম বেশি, ঘরেই তৈরি করে নিন গ্লো সিরাম 

প্রকাশিত: ২২ জুন ২০২১  

ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে ত্বকের দাগ ও নিস্তেজভাব দূর করতে দিন দিন জনপ্রিয় হচ্ছে নানা গ্লো সিরাম।  ত্বক উজ্জ্বল করতে গ্লো সিরাম খুব ভালো কাজ করে।
 
বাজারে ভালো মানের যেসব গ্লো সিরাম পাওয়া যায় সেগুলো অনেক দামি। অনেকেই বেশি দামের জন্য সিরাম ব্যবহারে উৎসাহ পান না। যারা দামের কথা ভেবে সিরাম ব্যবহার করছেন না। তাদের জন্য সহজ উপায় হতে পারে নিজে তৈরি করে নেওয়া।  
জেনে নিন সিরাম কীভাবে ঘরে তৈরি করবেন
 
উপাদান
লেবুর রস – ১ টেবিল চাচম
গ্লিসারিন – আধা চা চামচ
অলিভ অয়েল –আধা চা চামচ
অ্যালোভেরা জেল – দেড় চা চামচ
ভিটামিন ই ক্যাপসুল – ১ টা
গোলাপজল – আধা চা চামচ।

যেভাবে করবেন 
সব উপকরণ একটি পাত্রে খুব ভালো করে চামচ দিয়ে নেড়ে মিশিয়ে নিন। মেশানোর পর দেখতে সিরামের মতোই হবে। প্রতিদিন রাতে মুখ ভালো করে ফেইসওয়াশ দিয়ে পরিষ্কার করে অল্প করে এই গ্লো সিরাম হাতে নিয়ে লাগাতে হবে। সিরামটি এক সপ্তাহ পর্যন্ত ফ্রিজে রেখে ব্যবহার করুন। এরপর আবার তৈরি করে নিন। সব ধরনের ত্বকের জন্যই এই সিরাম ব্যবহার করতে পারেন।  

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –