• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

বেরোবিতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) পালিত   

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২১  

যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপন করা হয়েছে।

বুধবার (২০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে গৃহীত কর্মসূচির উদ্বোধন করেন।

এসময় উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, রেজিস্ট্রার কর্নেল আবু হেনা মুস্তাফা কামাল (অব.), কলা অনুষদের ডিন প্রফেসর ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান, প্রক্টর মো: গোলাম রব্বানী, বহিরাঙ্গন কার্যক্রমের পরিচালক সাব্বীর আহমেদ চৌধুরী, ছাত্রউপদেষ্টা মো: নুরুজ্জামান খান প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় মসজিদে বাদ জোহর আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ (সা.) এর জীবনাদর্শ এবং বিশ্বশান্তি ও মানবকল্যাণে তাঁর অবদান নিয়ে আলোচনা করা হয়। এছাড়া পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কেন্দ্রীয় মসজিদের আশপাশে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –