• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

এক মিনিটে শাড়ি পরার টিপস

প্রকাশিত: ২ নভেম্বর ২০২২  

এক মিনিটে শাড়ি পরার টিপস                             
শাড়ি পরতে গেলেই, আপনি স্বস্তি পান না? মনে হয়-আর কি করলে ভালো লাগবে! সত্য কথা বলতে কি আমাদের সুন্দর করে শাড়ি পরার জন্য কত পরিশ্রমই করতে হয় আমাদের। যারা একদমই নিয়মিত শাড়ি পরতে অভ্যস্ত নন, তাদের তো শাড়ি পরতে কতক্ষণ সময় লেগে যায়। কীভাবে ১ মিনিটে শাড়ি পরবেন? শিখে নিন। টিপস দিয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়।

>> প্রথমে সঠিক বডিশেপার ও ব্লাউজ বেছে নিতে হবে। যদি এই ভুল থেকে যায়, তাহলে শাড়ি পরা প্রায় মাটি হয়ে যেতেই পারে। সঠিক রঙের ও সঠিক সাইজের পেটিকোট বেছে নিন। সঠিক ব্লাউজ পরুন।
শাড়ির কুঁচি করুন নাভির ঠিক উপরে। খুব উপরে বা খুব নিচে শাড়ির কুঁচি ধরবেন না।

>>শাড়ির আঁচল খুব ছোট বা খুব বড় করবেন না। হাঁটু পর্যন্ত হবে শাড়ির আঁচল। শাড়ির ঝুল হবে গোড়ালি পর্যন্ত। খুব উঁচু বা নিচু করে শাড়ি পরবেন না। এতে দেখতে খারাপ লাগবে।

>> পেটিকোট ও ব্লাউজ পরার পর শাড়ির প্রথমের অংশ পেটিকোটে গুঁজে নিন। তারপর আঁচল ঠিক করে নিন। তারপর কুঁচি করুন। শেষে অতিরিক্ত অংশও গুঁজে নিন পেটিকোটে। আঁচল ও কুঁচিতে দিন ফিনিশিং টাচ।

ব্যাস আপনি কিন্তু শাড়িতেই সুন্দর! প্রিয়জনকে জিজ্ঞাসা করে দেখুন।

সূত্র: এই সময়

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –