• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

রুম হিটার ব্যবহার করার আগে জানুন     

প্রকাশিত: ৮ জানুয়ারি ২০২৩  

রুম হিটার ব্যবহার করার আগে জানুন                                     
শীত বাড়ছে। বেড়েছে রুম হিটার ব্যবহারের প্রবণতাও। অনেকেই প্রস্তুতি নিচ্ছেন এই প্রযুক্তিপণ্যটি ঘরে আনার জন্য। রুম হিটার ব্যবহারের ফলে যা হতে পারে, জেনে নিন।

>> হিটারের ভেতর থাকে বিভিন্ন ধরনের ধাতব ও সিরামিক উপাদান। এই উপাদানগুলো উত্তপ্ত করেই তাপ উৎপন্ন করা হয়। ফলে সংলগ্ন অঞ্চলে বাতাসের আর্দ্রতা যায় কমে। তাছাড়া, অনেক ক্ষেত্রেই বাতাসের অক্সিজেন দহন করে হিটার। ফলে হিটার সংলগ্ন অঞ্চলের বাতাসে কম থাকে আর্দ্রতা ও অক্সিজেন।

>> শীত এমনিতেই শুষ্ক। তার মধ্যে হিটার বেশি চললে শুষ্ক হয়ে যায় ত্বক। অক্সিজেনের অভাবে দেখা দিতে পারে শ্বাসকষ্ট, মাথা ধরা, বমি বমি ভাবও। তাই হিটার চালালে যেন হওয়া চলাচল করার জায়গা থাকে, খেয়াল রাখতে হবে সে দিকে।

>>হ্যালোজেন হিটার থেকে নানা রকম রাসায়নিক নির্গত হয় যা ডেকে আনতে পারে হাঁপানি ও অ্যালার্জির মতো সমস্যা। বিশেষ করে শ্বাসকষ্টের রোগীদের ক্ষেত্রে এই ঝুঁকি আরও বেশি। ব্রঙ্কাইটিস ও সাইনাসের সমস্যা থাকলেও রুম হিটারের থেকে দূরে থাকাই ভালো।

>> হিটার থেকে নির্গত বাতাসে ফুসফুসের সমস্যা ও শ্বাসনালীর প্রদাহ হওয়াও অস্বাভাবিক নয়। যাদের শ্বাসযন্ত্রের সমস্যা রয়েছে, তারা সাধারণ হিটারের বদলে বিশেষ ধরনের অয়েল হিটার ব্যবহার করতে পারেন।

>> আনন্দবাজারের তথ্য অনুযায়ী, গ্যাসের হিটার ব্যবহার করা সবচেয়ে বিপজ্জনক। এই ধরনের হিটারে কার্বন মোনোঅক্সাইড নির্গত হয়। বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য এই গ্যাস অত্যন্ত ক্ষতিকর। বিশেষ করে যারা চাদর মুড়ি দিয়ে ঘুমাতে যান, তাদের অতিরিক্ত সর্তক থাকতে হবে। অনেক সময় একটানা হিটার চালিয়ে রাখলে ঘরের তাপমাত্রা বাইরের থেকে অনেকটাই বেশি থাকে। বাইরের ঠান্ডা থেকে হঠাৎ গরম তাপমাত্রায় ঢুকলে ক্ষতি হতে পারে শরীরের।

উল্লেখ্য, উন্নত বিশ্বে বিশেষ করে শীতপ্রধান দেশে রুম হিটারের জনপ্রিয়তা তুঙ্গে। হাড় কাঁপানো শীত মোকাবিলার জন্য এখন অনেকেই রুম হিটার ব্যবহার করছেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –