• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

দেবীগঞ্জ উপজেলা প্রশাসনের সহায়তায় ৫`শ পরিববারে ত্রাণ বিতরণ       

প্রকাশিত: ১৬ মে ২০২০  

সামাজিক দুরত্ব বজায় রেখে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা প্রশাসনের সহায়তায় অসহায়, কর্মহীন ও দারিদ্র ৫ শতাধিক পরিববারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন বুরো বাংলাদেশ নামে একটি এনজিও। 

পঞ্চগড়ের দেবীগঞ্জ সরকারী কলেজ মাঠে উপজেলার বিভিন্ন এলাকার অসহায় কর্মহীন ও দারিদ্র ৫ শতাধিক পরিববারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।  খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাউল ১০ কেজি, আলু ২ কেজি, ডাল ১ কেজি, তেল ১ লিটার, সাবান ২ টি ও মাস্ক ২ টি,সেমাই ১ প্যাকেট,গুড়া দুধ ১ প্যাকেট দেয়া হয়েছে।


দেবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক চিশতি, উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি গিয়াস উদ্দীন, বুরো বাংলাদেশের ঠাকুরগাও অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আওলাদ হোসেন, ঠাকুরগাঁও এলাকা ব্যবস্থাপক হাসান মাহফুজ ও দেবীগঞ্জ এলাকা ব্যবস্থাপক আমীর হোসেন অসহায়, কর্মহীন ও দারিদ্র মানুষদের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –