• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

পঞ্চগড়ে দিনদিন বাড়ছে জলপাইয়ের আবাদ 

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২০  

ভালো দাম ও চাহিদা থাকায় পঞ্চগড়ে দিনদিন বাড়ছে জলপাইয়ের আবাদ। বর্তমানে চলছে জলপাইয়ের বেচাকেনা। ফলে জমজমাট উপজেলার বিভিন্ন হাটবাজার।

রহিদুল, হেলালসহ একাধিক জলপাইয় ব্যবসায়ী জানান, দক্ষিণাঞ্চলে জলপাইয়ের প্রচুর চাহিদা।

ব্যবসায়ীরা জানায়, দেবীগঞ্জে প্রতিদিন গড়ে প্রায় ৩ থেকে সাড়ে ৩ লাখ টাকার জলপাই বিক্রি হচ্ছে। কমপক্ষে ২০০ জন ক্ষুদ্র ব্যবসায়ী জলপাই কিনে নিয়ে যাচ্ছে ঢাকাসহ দেশের দক্ষিণাঞ্চলে।

উপজেলা কৃষি কর্মকর্তা শামীম ইকবাল জানান, এখানকার জমি অপেক্ষাকৃত উঁচু যা জলপাই ফলনের জন্য বেশ সহায়ক। জলপাইয়ের নার্সারি করে এখন অনেকে স্বাবলম্বী।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –