• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

পারিবারিক বিরোধের জেরে পঞ্চগড়ে কলেজছাত্রকে হত্যা

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২১  

পঞ্চগড়ের আটোয়ারীতে পারিবারিক বিরোধের জেরে ফাহিদ হাসান সিফাত (১৮) নামে এক কলেজ ছাত্রকে অপহরণের পর হত্যা করেছেন তার প্রতিবেশী মতিউর রহমান মতি (২১)। এ ঘটনায় মতিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

তার দেয়া তথ্যে শনিবার (৯ জানুয়ারি) উপজেলার রাধানগর ইউনিয়নের ছোটদাপ এলাকায় বাড়ির পার্শ্ববর্তী একটি ক্ষেত থেকে মাটি চাপা অবস্থায় নিহতের মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সিফাত ওই এলাকার সফিকুল ইসলামের ছেলে এবং দিনাজপুর আদর্শ কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।

নীলফামারী র‌্যাব-১৩ জানায়, ৪ জানুয়ারি রাতে নিখোঁজ হন সিফাত। পরদিন সিফাতের বাবা আটোয়ারী থানায় সাধারণ ডায়েরি করেন। এরপর অভিযানে নামে নীলফামারী র‌্যাব-১৩ এর একটি দল। এ ঘটনায় মতিউর রহমান মতি (২১) নামে প্রতিবেশী এক যুবককে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যমতে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।

র‌্যাব-১৩ এর সিও রেজা আহমেদ ফেরদৌস জানান, পারিবারিক বিরোধের জেরে ৪ জানুয়ারি রাতে সিফাতকে অপহরণের পর হত্যা করা হয়। তাকে গলা টিপে হত্যার কথা স্বীকার করেন মতিউর রহমান মতি। তার দেয়া তথ্যে আমরা মরদেহ উদ্ধার করি।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –