• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

পঞ্চগড়ে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার দুস্থদের মাঝে বিতরণ

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২১  

রেলপথমন্ত্রী এ্যাডভোকেট মো: নুরুল ইসলাম সুজন বলেছেন, গরীব মানুষ যেন কষ্ট না পায়।  আওয়ামীলীগ সরকার তা জানে। বঙ্গবন্ধুর সারাজীবনের  রাজনীতি ছিল যেন, গরীব দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফুটানো। তার কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী বর্তমানে তার অসমাপ্ত কাজ গুলো বাস্তবায়ন করছে। 

আজ বৃহস্পতিবার  (২৯ এপ্রিল) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দান দীঘি ইউনিয়ন পরিষদ চত্বরে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে দুস্থ ও অসহায় মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ কালে এসব কথা বলেন রেলপথমন্ত্রী।

এসময় তিনি আরোও বলেন, আমরা তেল দেয়া মাথায় তেল দেই না।  গরিব অসহায় মানুষদের কিভাবে সরকারী সহযোগিতা করা যায় তার চিন্তা বর্তমান সরকারের রয়েছে। আমরা এই ত্রাণকার্যক্রম পরিচালনা করছি। এ কার্যক্রমের আজ শুরু হলো,পর্যায়ক্রমে জেলার ৪৩ টি ইউনিয়ন দেয়া হবে।

এ সময় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন,পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, বোদা  উপজেলা পরিষদের  চেয়ারম্যান ফারুক আলম টবি,নির্বাহী অফিসার সোলেমান আলী,বোদা পৌর মেয়র ওয়াহিদুজ্জামান সুজা উপস্থিত ছিলেন। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –