• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

দেবীগঞ্জে মরিচের ভালো ফলন ও দামে খুশি কৃষক

প্রকাশিত: ২৪ মে ২০২১  

দেবীগঞ্জে কৃষক এবার ভালো দামে মরিচ বিক্রি করছে। মরিচের বাজার দর ভালো পেয়ে চাষিরা খুব খুশি। বর্ষা মৌসুমের আকাশি জাতের মরিচ বাজারে ব্যাপক হারে উঠতে শুরু করেছে। প্রতি মণ কাঁচা মরিচ ৮০০ থেকে ৯০০ টাকা দরে বিক্রি হচ্ছে। মরিচের হাট সকালেই শুরু হয়। বিকাল পর্যন্ত কেনাবেচা চলে। জেলার মধ্যে মরিচ বিক্রির বড় হাট দেবীগঞ্জে।

সবুজপাড়া গ্রামের মোবারক জানান, এক বিঘা জমি থেকে কমপক্ষে তিন মাস মরিচ উত্তোলন করা যায়। মরিচ সপ্তাহে সপ্তাহে তুলতে হয়। সপ্তাহে এক বিঘা জমি থেকে সাত/আট মণ মরিচ উত্তোলন হয়। এ বছর মরিচের দাম ভালো। তিনি এবার দুই বিঘা জমিতে মরিচ লাগিয়েছেন। শুরু থেকে শেষ পর্যন্ত ৮০০ টাকা মণ দরে মরিচ বিক্রি করতে পারলে প্রায় ২ লাখ টাকা আয় করতে পারবেন।

দেবীগঞ্জ উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা সাফিয়ার রহমান বলেন, এ উপজেলার মাটি মরিচ চাষের জন্য উপযোগী। এখান থেকে প্রচুর পরিমাণে মরিচ দেশের বিভিন্ন স্থানে ব্যবসায়ীরা নিয়ে যায়। এ বছর মরিচের ভালো বাজার মূল্য হওয়ায় কৃষক বেশ লাভবান হচ্ছেন। মরিচের এ বাজার দর অব্যাহত থাকলে কৃষক মরিচ চাষে আরো বেশি উত্সাহী হবে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –