• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

তেঁতুলিয়ায় দুই মাস দেশি মাছ ধরা বন্ধের দাবিতে স্বারকলিপি

প্রকাশিত: ২৪ মে ২০২১  

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দুই মাস দেশী মাছ ধরা বন্ধের দাবি জানিয়েছে স্থানীয় সাংবাদিকদের একটি সংগঠন। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তেঁতুলিয়া জার্নালিস্ট ক্লাব এ ব্যাপারে লিখিত স্বারকলিপি দিয়েছে।

স্বারকলিপি সূত্রে জানা যায়, তেঁতুলিয়ায় বিলীন হয়ে যাচ্ছে দেশি মাছ। কয়েকটি দেশি মাছের প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে। তাই দেশি মাছ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির জন্য দুইমাস দেশি মাছ ধরা বন্ধ রাখার জন্য প্রশাসনিক উদ্যোগের দাবি জানান তারা।

তেঁতুলিয়া উপজেলায় এক দশক আগেও প্রচুর পরিমাণে দেশি মাছ পাওয়া যেত। এ অঞ্চলে ছোট চিংড়ি, কই, মাগুর, বৈরালী, টেংরা, দেড়কা, বৌ মাছ, পয়া, ঘোড়া পয়া, বাতাশি, পুটি, দেড়কা, বাইম, টাকি, শোল, ভোদর, খইলশা, চোপড়া, চিলি, চিতল, বোয়াল সহ আরও নানা প্রজাতির মাছ পাওয়া যায়। এদের মধ্যে অনেক প্রজাতি এখন হারিয়ে গেছে। অপরিকল্পিত ভাবে মাছ ধরা, বিষ প্রয়োগ, গ্যাস ট্যাবলেট ও কারেন্ট জাল দিয়ে মাছ ধরা, প্রজনন কালে  ডিম ওয়ালা মাছ শিকার, কৃষি ক্ষেতে অতিরিক্ত সার কীটনাশক ব্যবহারের ফলে বিলীন হয়ে যাচ্ছে এসব দেশি মাছ।

তেতুলিয়া জার্নালিস্ট ক্লাবের আহ্বায়ক আশরাফুল ইসলাম ও সদস্য সচিব এস কে দোয়েলসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা এসময় উপস্থিত ছিলেন। তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা স্মারকলিপিটি গ্রহণ করেন। তিনি জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –