• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পঞ্চগড়ে নামাজ শেষে বাড়ি ফেরার পথে প্রাণ গেল শিক্ষকের

প্রকাশিত: ২৭ মে ২০২১  

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নামাজ শেষে বাড়ি ফেরার পথে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আনিছুর রহমান (২৬) নামে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। বুধবার (২৬ মে) রাতে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের গোয়াগছ এলাকায় তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

আনিছুর রহমান একই ইউনিয়নের চুচচুরিয়াগছ এলাকার আজিজুল হকের ছেলে এবং হাওয়াজোত কওমী মাদরাসার সহকারী শিক্ষক ও সিপাইপাড়া জামে মসজিদের ইমাম।  

আহতরা হলেন-উপজেলার সদর ইউনিয়নের সর্দারপাড়া এলাকার ছিদ্দিক আলীর বড় ছেলে নওশাদ (২২), ছোট ছেলে সজিব (১৪) এবং বাংলাবান্ধা ইউনিয়নের খোয়াগছ এলাকার রফিকুল ইসলামের ছেলে আবু সাঈদ (১৪)। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাতে আনিছুর রহমান এশার নামাজ আদায়ের পর মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় তেঁতুলিয়া-বাংলাবান্ধা মহাসড়কের গোয়ালগছ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা  আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংর্ষয় হয়। 

এ সময় আনিছুর রহমান ও অপর মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক আনিছুরকে মৃত ঘোষণা করেন। তিনজনের মধ্যে নওশাদের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়া দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আনিছুর রহমান নামে মাদরাসা শিক্ষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –