• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

প্রথম চা দিবস চায়ের জেলা পঞ্চগড়ে নানা আয়োজন

প্রকাশিত: ৪ জুন ২০২১  

‘মুজিববর্ষের অঙ্গীকার, চা শিল্পের প্রসার’ এই স্লোগান নিয়ে সমতলের চায়ের জেলা পঞ্চগড়ে নানা আয়োজনে পালিত হয়েছে প্রথম দিবস। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করে চা বোর্ড। 

আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন, মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর দেলওয়ার হোসেন প্রধান, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট।

পঞ্চগড়ের চা শিল্পের দুই দশকের সার্বিক অবস্থা তুলে ধরেন বাংলাদেশ চা বোর্ড পঞ্চগড় আঞ্চলিক অফিসের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও নর্দান বাংলাদেশ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ শামীম আল মামুন। পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে দিনব্যাপী পঞ্চগড়ে উৎপাদিত বিভিন্ন ধরণের চায়ের প্রদর্শনী শুরু হয়। চা প্রদর্শনীতে পঞ্চগড়ের চা সংশ্লিষ্টরা ২০ স্টলে চা প্রদর্শনীতে অংশ নেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –