• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

বাংলাবান্ধা স্থলবন্দর অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

প্রকাশিত: ১০ জুন ২০২১  

দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধায় আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৯ জুন) বার্ষিক সাধারণ সভায় মেহেদী হাসান খান বাবলার সভাপতিত্বে আব্দুল লতিফ তারিনকে সভাপতি ও কুদরত-ই-খুদা মিলনকে সাধারণ সম্পাদক করে তিন বছর মেয়াদী ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। এর আগে সংগঠনের কোষাধ্যক্ষ মোজ্জাফর হোসেন বাৎসরিক আয়-ব্যয়ের হিসেব তুলে ধরেন।

আমদানি-রপ্তানিকারকদের উপস্থিতিতে সাধারণ সভার প্রথম অধিবেশনে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটি গঠন করার লক্ষে পাঁচ সদস্য বিশিষ্ট মনোনয়ন বোর্ড গঠনের মধ্য দিয়ে আগামী তিন বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। 

আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের নতুন কমিটির সভাপতি আব্দুল লতিফ তারিন বাংলাদেশ কৃষক লীগের সহ-সভাপতি। সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা মিলন বাংলবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

নতুন এই নেতৃত্বে আমদানি রপ্তানিতে ব্যাপক ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যবসায়ীদের।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –