• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

পঞ্চগড়ে ‘সমতলের চা’ নামে গ্যালারি উদ্বোধন

প্রকাশিত: ১৩ জুন ২০২১  

পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয় তলায় ইতিহাস ও ঐতিহ্য নিয়ে ‘সমতলের চা’ নামে গ্যালারি উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে পঞ্চগড়-১ আসনের এমপি মজাহারুল হক প্রধান এই গ্যালারির উদ্বোধন করেন। 

এ সময় ডিসি ড. সাবিনা ইয়াসমিন, এসপি মাহাম্মদ ইউসুফ আলী, পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার আনিসুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত, পৌর মেয়র জাকিয়া খাতুন, সিভিল সার্জন ডা. ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলমসহ জেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

ডিসি ড. সাবিনা ইয়াসমিনের পরিকল্পনা ও বাস্তবায়নে গ্যালারিতে চা বোর্ডের প্রথম বাঙালি চেয়ারম্যান বঙ্গবন্ধুর চা পান, চা চাষ, চা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যসহ সমতলের চা চাষের বিভিন্ন ছবি প্রর্দশন করা হয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –