• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

তেঁতুলিয়ায় ট্রলির সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নিহত ২

প্রকাশিত: ২০ জুন ২০২১  

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ট্রলির সঙ্গে সিএনজির সংঘর্ষে শাহিন (৩০) ও জাকির (৩০) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) দিনগত রাতে উপজেলার রণচন্ডী এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহিন উপজেলার দেবনগড় ইউনিয়নের বানিয়াপিড়ি গ্রামের মকবুল হোসেনের ছেলে। জাকির একই ইউনিয়নের ঝালিংগীগছ গ্রামের আব্বাস আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বাংলাবান্ধা থেকে সিএনজি অটোরিকশা (পাগলু) করে উপজেলার ভজনপুর ইউনিয়নে যাওয়ার সময় রণচন্ডী এলাকায় পৌঁছালে মহাসড়ক রাস্তার পাশে দাড়িয়ে থাকা ট্রলির সঙ্গে সিএনজির সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ ৪ জন আহত হয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ২ জনের অবস্থা গুরুত্বর হওয়ায় তাদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে শাহিন মারা যান। এদিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাকির মারা যান।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. কাউছার আহম্মেদ বলেন, হাসপাতালে আসার আগেই শাহিন মারা যান। তবে জাকির চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া দুর্ঘটনার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –