• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

যোগদান করলেন পঞ্চগড়ে নতুন জেলা প্রশাসক জহুরুল ইসলাম

প্রকাশিত: ২২ জুন ২০২১  

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে নতুন জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন মো. জহুরুল ইসলাম। মঙ্গলবার (২২ জুন) সকালে সদ্য বিদায়ী জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিনের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব বুঝে নেন।

এর আগে জেলা প্রশাসন, পঞ্চগড়ের তৃতীয় চতুর্থ কর্মচারীদের উদ্যােগে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে পঞ্চগড় জেলার বিদায়ী জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিনের বিদায় এবং নবাগত জেলা প্রশাসক হিসেবে জহুরুল ইসলামের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা দায়রা জজ শরীফ হোসেন হায়দার, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুল আলীম খান ওয়ারেশী, এডিসি জেনারেল (সার্বিক) আজাদ জাহান, এডিসি জেনারেল (রেভিনিউ) আব্দুল মান্নান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সরকার মোহাম্মদ রায়হান ও মেহেদী হাসান শাওন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন, সদর উপজেলা সহকারী ভূমি কমিশনার আমিনুল ইসলাম প্রমুখ। 

নতুন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক, (উপসচিব) হিসেবে দায়িত্ব পালন করেন। বিদায়ী জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন খাদ্য মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –