• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

পঞ্চগড়ে করোনা শনাক্তের হার ৪৭.৭২ শতাংশ

প্রকাশিত: ২৫ জুন ২০২১  

পঞ্চগড়ে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে করোনা শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু ও ২১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার (২৫ জুন) সিভিল সার্জন ডা. ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৪৪ জনের এন্টিজেন পদ্ধতিতে নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ৪৭ দশমিক ৭২ শতাংশ।

সিভিল সার্জন বলেন, কয়েকদিন ধরে নমুনা সংগ্রহ ও পরীক্ষার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে আক্রান্তের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। তবে স্থানীয়দের মধ্যে পরীক্ষা করার আগ্রহ কম থাকায় সংখ্যাটা কিছুটা কম। এ নিয়ে প্রচারণা চালানো হচ্ছে।।

জেলায় এখন পর্যন্ত ৯৬০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মোট সুস্থ হয়েছেন ৮২৭ জন। মৃত্যুর সংখ্যা ২৩ জন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –