• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

পঞ্চগড়ে গভীর রাতে অসহায়দের খাবার দিলেন পুলিশ সদস্য

প্রকাশিত: ৩ আগস্ট ২০২১  

করোনা মহামারি রোধে সরকার কর্তৃক ঘোষিত চলমান লকডাউনে পঞ্চগড়ে বন্ধ রয়েছে হোটেল ও রেস্তোরাঁগুলো। ফলে চরম বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষগুলো। বিশেষ করে ভবঘুরে, মানসিক ভারসাম্যহীন ও অসহায় মানুষ আগে হোটেল-রেস্তোরাঁ থেকে কিছু খাবার পেলেও এখন তাদের দিন কাটছে অর্ধাহারে-অনাহারে।

এমন অসহায় মানুষদের কথা ভেবে লকডাউনের কঠিন সময়ে তাদের পাশে দাঁড়িয়েছেন পুলিশ সদস্য শেখ মোস্তাফিজ। তিনি পঞ্চগড় জেলা পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া শাখায় অ্যাসিস্ট্যান্ট টাউন সাব-ইন্সপেক্টর (এটিএসআই) পদে কর্মরত রয়েছেন। তিনি সশরীরে গভীর রাতে পঞ্চগড় শহরের মানসিক ভারসাম্যহীন, ভবঘুরে, অসহায় পথচারী ও ভ্যান-রিকশাচালক ও এতিমখানার শিশুদের কাছে খাবার বিতরণ করেন। এ পর্যন্ত শত শত মানুষকে খাবার পৌঁছে দিয়েছেন।

শেখ মোস্তাফিজ বলেন, লকডাউনে মানসিক ভারসাম্যহীন মানুষ এবং এতিমখানার এতিমদের খোঁজ-খবর তেমন কেউ নেয় না। তাই নিজ উদ্যোগে অবসর সময়ে সামর্থ্য অনুযায়ী এসব মানুষের জন্য অন্নের সংস্থান করার চেষ্টা করছি। তাদের সহযোগিতা করতে পেরে আমি আনন্দিত। আমার এ কাজে সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী মহোদয় স্যার সর্বাত্মক সহযোগিতা করছেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –