• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

আরও একটি অ্যাম্বুলেন্স যুক্ত হলো তেঁতুলিয়া হাসপাতালে

প্রকাশিত: ১১ আগস্ট ২০২১  

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় স্বাস্থ্যসেবার গতিশীলতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পেল নতুন আরেকটি অ্যাম্বুলেন্স। দীর্ঘদিন থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাত্র একটি অ্যাম্বুলেন্স দিয়ে চলছিল মুমূর্ষু রোগী পরিবহনে জরুরি সেবা।

এতে  স্থানীয়  মুমূর্ষু রোগী পরিবহনে পোহাতে হতো চরম ভোগান্তি। প্রায় দুই লাখ জনগোষ্ঠীর জন্য ৫০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালে করোনা সংকটকালীন নতুন অ্যাম্বুলেন্স যুক্ত হওয়ায় সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হবে।

আধুনিক সুবিধা সম্বলিত অ্যাম্বুলেন্সটি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অ্যাম্বুলেন্সটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবুল কাশেমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু, নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মণ্ডল ও সদর ইউপি চেয়ারম্যান কাজী আনিছুর রহমান প্রমুখ।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –