• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

পঞ্চগড়ে নগদ টাকাসহ ১০ জুয়াড়ি আটক

প্রকাশিত: ২৪ আগস্ট ২০২১  

পঞ্চগড়ের বোদায় জুয়া খেলার সময় হাতেনাতে ১০ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। রবিবার গভীর রাতে উপজেলার বড়শশী ইউনিয়নের বগদুলঝুলা বাজার থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে। জুয়া আইনের নিয়মিত মামলার পর সোমবার সকালে তাদের আদালতে পাঠানো হয়।

পুলিশ জানায়, বগদুলঝুলা বাজারে একদল জুয়াড়ি দীর্ঘদিন ধরে নিয়মিত জুয়া খেলে আসছিল। গোপন সংবাদে রাতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় জুয়া খেলার সরঞ্জামসহ ১০ জনকে আটক করা হয়।

আটকরা হলেন- বড়শশী ইউনিয়নের নাওতাড়ি সরকারপাড়া এলাকার ইউনুস আলী (৪২), মহিষবাথান গ্রামের গোলাম রাব্বানী (৪৬), একই গ্রামের আ. সামাদ (৩৯), আ. ওয়াদুদ (৫১), মো. জুয়েল (৩৬), মালু মিঞা (৪২), জাহাঙ্গীর আলম (৩২), আক্তার হোসেন (৩২), মইনুল ইসলাম (৩২) এবং মজিবুর রহমান (৩৫)। সেখান থেকে খেলার সরঞ্জাম, মোবাইল ফোনসহ নগদ দুই হাজার ৭০০ টাকা জব্দ করা হয়।

বোদা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ বলেন, তাদের বিরুদ্ধে নিয়োমিত মামলা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেলাহাজতে পাঠনোর প্রক্রিয়া চলছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –