• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

পঞ্চগড়ে তিন মৎসচাষি পুরস্কৃত

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২১  

পঞ্চগড়ে তিনজন মৎসচাষিকে পুরস্কার দেওয়া হয়েছে। রবিবার সকালে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সদর উপজেলা পরিষদ মিলায়তনে এ পুরস্কার দেওয়া হয়। প্রধান অতিথি জেলা প্রশাসক জহুরুল ইসলাম তাদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন ।

সফল মৎস্যচাষিরা হলেন- জেলার আটোয়ারী উপজেলার খোরসেদ আলম ও মেহের আলী এবং দেবীগঞ্জ উপজেলার শফিকুল ইসলাম।

জেলা মৎস্য কর্মকর্তা শাহনেওয়াজ সিরাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- পুলিশ সুপার ইউসুফ আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালকসহ মৎস্য বিভাগের কর্মকর্তা, মৎসজীবী ও মৎসচাষিরা।

এর আগে সদর উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন জেলা প্রশাসক জহুরুল ইসলাম।

জেলা মৎস্য বিভাগ জানায়, জেলায় বছরে মাছের চাহিদা ২১ হাজার ২৯৬ টন। কিন্তু উৎপাদন হয় ১৮ হাজার ১৯০ টন। প্রতি বছর ঘাটতি থাকে তিন হাজার ১০৬ টন। ব্যবসায়ীরা জেলার বাইরে থেকে মাছ এনে স্থানীয় চাহিদা পূরণ করেন। মাছ চাষ বৃদ্ধির জন্য জেলা মৎস্য বিভাগ ইতোমধ্যে বিভিন্ন নদ-নদীতে আটটি মৎস্য অভয়াশ্রম করেছে। মৎস্যচাষিদের প্রশিক্ষণসহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তাদের সহায়তা করা হচ্ছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –