• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ ১ দিন

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২১  

পবিত্র 'ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)' উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে পাথরসহ সকল প্রকার পণ্য আমদানি-রফতানি কার্যক্রম ১ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (২০ অক্টোবর) সকালে এ তথ্যটি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন ও বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ইনচার্জ আবুল কালাম আজাদ।

জানা গেছে, পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বুধবার (২০ অক্টোবর) সকাল থেলে পঞ্চগড়ের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ি স্থলবন্দর দিয়ে পাথরসহ সকল প্রকার পণ্য আমদানি-রফতানি ১ দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ১ দিন বন্ধ থাকার পর আগামীকাল বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল থেকে বন্দর দিয়ে ৩ দেশের সঙ্গে আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে। 

এ বিষয়ে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন বলেন, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ছুটি মোতাবেক বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকবে। আগামীকাল ২১ অক্টোবর থেকে পুনরায় চালু হবে এ কর্যক্রম। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –