• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

বোদায় বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ৪ এপ্রিল ২০২২  

পঞ্চগড়ের বোদা উপজেলায় বেশি দামে পণ্য বিক্রির দায়ে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (৪ এপ্রিল) দুপুরে জেলার বোদা উপজেলার নগরকুমারী বাজারে অভিযান পরিচালনা করে তাদের এই জরিমানা করেন জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মণ। 

জানা যায়, প্রতিদিনের বাজার মনিটরিং ও তদারকির অংশ হিসেবে আজ দুপুরে বোদা উপজেলার নগরকুমারী বাজারে বাজার মনিটরিং ও অভিযান পরিচালনা করে জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।

এ সময় ভোক্তা অধিকার বিরোধী কাজ, বেশি দামে পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অপরাধের দায়ে ৭টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় জেলা মার্কেটিং অফিসার আব্দুল গফুর ও বোদা থানার পুলিশ ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। 

এ বিষয়ে জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মণ বলেন, নিয়মিত বাজার মনিটরিং ও তদারকির হিসেবে বোদা উপজেলার নগরকুমারী বাজারে অভিযান চালিয়ে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

এ ছাড়া সচেতনতামূলক মাইকিং করা হয়। বাজার তদারকিমূলক অভিযান আগামীতে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –