• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

পঞ্চগড়ে ১ লাখ ২৬ হাজার মানুষ স্বল্পমূল্যে পাবে খাদ্যসামগ্রী

প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২২  

পঞ্চগড় জেলার পাঁচ উপজেলা ও তিনটি পৌরসভাসহ ৪৩টি ইউনিয়নের এক লাখ ২৬ হাজার নিম্ন আয়ের মানুষকে স্বল্পমূল্যে খাদ্যসামগ্রী প্রদান করা হবে।

বুধবার দুপুরে ওএমএস, টিসিবি ও খাদ্যবান্ধব কর্মসূচির উদ্বোধন উপলক্ষে পঞ্চগড়ের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম এ তথ্য জানান।

জেলা প্রশাসক বলেন, বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) থেকে সরকারি ছুটির দিন ব্যতীত পাঁচ উপজেলা এবং তিনটি পৌরসভায় ১৭ জন ডিলারের মাধ্যমে ৩০ মেট্রিক টন চাল বিতরণ করা হবে। প্রত্যেকে ৩০ টাকা কেজি দরে পাঁচ কেজি চাল কিনতে পারবেন। এতে প্রতিদিন ছয় হাজার মানুষ এই সুবিধা পাবে। এছাড়া চতুর্থ ধাপে ওএমএস এর ডিলারদের মাধ্যমে টিসিবির পণ্য হিসেবে প্রতি কেজি চিনি ৫৫ টাকা, প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকা, প্রতি কেজি মসুর ডাল ৬৫ টাকা দরে বিক্রি করা হবে। টিসিবির কার্ডধারীরা অগ্রাধিকার ভিত্তিতে দুই দফায় ১০ কেজি চাল কিনতে পারবেন। খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় নিবন্ধনকৃত ৫১ হাজার তিন জন নিম্ন আয়ের মানুষ জেলার ৮৮ জন ডিলারের মাধ্যমে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল কিনতে পারবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক জানান, জেলায় পর্যাপ্ত চাল মজুত রয়েছে। প্রত্যেক ডিলারের দোকানে পুলিশ, আনসার এবং উপজেলা পর্যায়ের একজন কর্মকর্তা মনিটরিংয়ের দায়িত্বে থাকবেন। এ কর্মসূচি ৩০ নভেম্বর পর্যন্ত চলবে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –