• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

এসএসসি পরীক্ষা দিতে যাওয়ার সময় প্রাণ গেল শিক্ষার্থীর

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২২  

পঞ্চগড়ের দেবীগঞ্জে এসএসসি পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে থ্রি হুইলার উল্টে চাপা পড়ে সাবেরুল ইসলাম সাগর নামে এক পরীক্ষার্থী নিহত হয়েছে। 

শনিবার সকালে পরীক্ষা দিতে কেন্দ্রে যাওয়ার পথে জোলার দেবীগঞ্জ উপজেলার কালীগঞ্জ মাটিয়াপাড়া এলাকায় সড়কে এ ঘটনা ঘটে।

জানা গেছে, পরীক্ষার্থী সাবেরুল ইসলাম সাগর একই উপজেলার পামুলী ইউনিয়নের ডাংগীরহাট এলাকার মজিবুল ইসলামের ছেলে। এবং সে কালুরহাট কেসি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে সাগরসহ তার আরো কয়েকজন সহপাঠী একসঙ্গে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে ব্যাটারিচালিত থ্রি হুইলারে করে কালীগঞ্জ এমপি বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল। এ সময় পথিমধ্যে কালীগঞ্জ মাটিয়ার পাড়া এলাকায় থ্রি হুইলারটি কাঁচা রাস্তায় বেঁধে রাখা ছাগলকে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটি উল্টে যায়।

এতে সাগর গুরুতর আহত হয়। পরে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। থ্রি হুইলারে থাকা ১০ পরীক্ষার্থীর মধ্যে চারজন গুরুতর আহত হয়েছে। তারা প্রাথমিক চিকিৎসা শেষে পরীক্ষায় অংশ নেয়।

বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ওসি জামাল হোসেন বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –