• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

বোদা উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, সাভারে গ্রেফতার

প্রকাশিত: ৪ অক্টোবর ২০২২  

বোদা উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, সাভারে গ্রেফতার        
পঞ্চগড়ের বোদা উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা মামলার পলাতক আসামি মো. শরিফুল ইসলামকে (২৫) গ্রেফতার করেছে র‌্যাব। রোববার (২ অক্টোবর) রাতে ঢাকার সাভার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গতকাল সোমবার (৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সহকারী পুলিশ সুপার ফারজানা হক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি শরিফুলকে রোববার রাতে সাভার থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৩। তার দেহ তল্লাশি করে একটি মোবাইলফোন, একটি সিমকার্ড ও নগদ ১৭ হাজার ৯১০ টাকা উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শরিফুল যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার বিষয়টি স্বীকার করেছেন। তিনি হত্যার পর থেকে সাভারে পলাতক জীবনযাপন করে আসছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –