• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

তেঁতুলিয়ায় বৃষ্টির মতো ঝড়ছে কুয়াশা

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২৩  

শীত জেঁকেই বসছে হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের সর্বোত্তরের জনপদের জেলাগুলোতে। দেশের সর্বোত্তরের উপজেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। একইসঙ্গে গভীর রাত থেকে গুড়ি গুড়ি বৃষ্টির ফোটার মতো কুয়াশা ঝড়ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়া পর্যবেক্ষক রোকনুজ্জামান বলেন, গত কয়েকদিন থেকে তেঁতুলিয়ায় তাপমাত্রা উঠানামা করছে। বাতাসের গতিবেগ থাকছে ঘণ্টায় প্রায় ৫-৬ কিলোমিটার। জানুয়ারি মাসের শেষের মধ্যে আরো একটি শৈত্য প্রবাহ বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।

এদিকে, গত কয়েকদিনের হাড় কাঁপানো শীতে দুর্ভোগে পড়েছে জেলার নিম্ন আয়ের ও খেটে খাওয়া মানুষজন। শীত উপেক্ষা করে জীবিকার তাগিদে কাজের সন্ধানে ছুটে চলছেন তারা। ভোরে ঘন কুয়াশা থাকায় পঞ্চগড়ের বিভিন্ন সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –