• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

তেঁতুলিয়ায় অবৈধভাবে পাথর-বালু রাখায় ৫ ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশিত: ১ মার্চ ২০২৩  

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মহাসড়ের ওপর অবৈধভাবে পাথর-বালু স্তুপ করে রাখার দায়ে ৫ পাথর ব্যবসায়ীর অর্থদণ্ড ও লাইসেন্স ব্যতীত ট্রাক চালানোর দায়ে এক ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার দুপুরে জেলার তেঁতুলিয়া ও বাংলাবান্ধা ইউনিয়নের অর্ন্তগত জাতীয় মহাসড়কের সড়কের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা। 

এ সময় তিনি অবৈধভাবে মহাসড়কের ওপর পাথর, বালু, নির্মাণ সামগ্রী স্তুপ করে রাখাসহ অস্থায়ী স্থাপনা নির্মাণ করার দায়ে পাঁচজন পাথর ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা অর্থদণ্ড এবং ড্রাইভিং লাইসেন্স ব্যতীত যানবাহন চালানোর দায়ে এক ট্রাকচালককে সড়ক পরিবহন আইনে ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন।

এ সময় তেঁতুলিয়া মডেল থানার এসআই গোলাম নুর কিবরিয়া সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –