• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

পঞ্চগড়ে উদ্ধার হলো চুরি হওয়া ল্যাপটপ, চোর চক্রের ৭ জন গ্রেপ্তার

প্রকাশিত: ২১ আগস্ট ২০১৯  

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের আইসিটি লার্নিং সেন্টারের ল্যাব থেকে চুরি হওয়া ২১টি ল্যাপটপ ও একটি মনিটর উদ্ধারসহ সংঘবদ্ধ চোর চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাতে আটোয়ারী ও ঠাকুরগাঁও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে বেশ কয়েকজন ওই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন, আটোয়ারী উপজেলা সদরের ছোটদাপ এলাকার তফিজউদ্দীনের ছেলে ও ঢাকার মিরপুর বাংলা কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র সাইদুল ইসলাম (২১), একই এলাকার নজরুল ইসলামের ছেলে কামরুল হাসান নাইস (১৯), আইয়ুব আলীর ছেলে ও ঠাকুরগাঁও সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের ছাত্র ওমর ফারুক পারভেজ (২০), হামিদুল ইসলামের ছেলে ও স্থানীয় মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র হাসানুর রহমান লাজু (২১), একই উপজেলার নলপুকুরী এলাকার ফাইমুদ্দীনের ছেলে অটোচালক লুৎফর রহমান মানিক (৩১), ঠাকুরগাঁও সদরের রহিমানপুর ইউনিয়নের হরিহরপুর গ্রামের মোতালেব হোসেনের ছেলে আব্দুল কুদ্দুস রয়েল (৪০) ও একই এলাকার নুর ইসলামের ছেলে মো. রাশেদ (১৯)।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুদর্শন কুমার রায়ের নেতৃত্বে আটোয়ারী থানা পুলিশের একটি দল আটোয়ারীতে উপজেলা শহরে অভিযান চালিয়ে ছোটদাপ এলাকার সাইদুল ইসলামকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। এ সময় তার বাড়ি থেকে ছয়টি ল্যাপটপ ও একটি মনিটর উদ্ধার করা হয়। তার দেয়া তথ্য মতে আটোয়ারী ও ঠাকুরগাঁও জেলার বিভিন্ন এলাকা থেকে বাকিদের গ্রেপ্তার করা হয়।  

মামলার তদন্তকারী কর্মকর্তা ও আটোয়ারী থানার উপ পরিদর্শক শাহিনুর রহমান সিদ্দিকী বলেন, গ্রেপ্তারকৃত সাতজনকেই বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়া আটোয়ারী আমলী আদালতে ওই সাত আসামীর সাত দিন করে রিমান্ড আবেদন করেছি। আদালত রিমান্ড আবেদনের শুনানির দিন এখনো ধার্য করেনি।

পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুদর্শন কুমার রায় বলেন, আমরা অভিযান চালিয়ে বিদ্যালয়ের আইএলসি ল্যাবের সব ল্যাপটপ চুরির সঙ্গে জড়িত চক্রের সাতজনকে গ্রেপ্তার করেছি। ওই ল্যাব থেকে চুরি হওয়া ল্যাপটপসহ সব মালামাল তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। এই চক্রের সাথে জড়িত বাকিদেরও গ্রেপ্তার করার জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –