• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

২০ দলীয় জোটের বিএমএল চলছে সভাপতি ছাড়াই

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২১  

২০ দলীয় জোটের মধ্যে বিএনপিসহ নির্বাচন কমিশনের নিবন্ধন পাওয়া রাজনৈতিক দল আছে শুধু চারটি। এর মধ্যে একটি বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল)।

তবে গত এক বছরের বেশি সময় ধরে সভাপতি ছাড়াই চলছে নাম সর্বস্ব এ দলটি। দেশে করোনার সংক্রমণ শুরু হলে বন্ধ হয়ে যায় বাংলাদেশ মুসলিম লীগের সাংগঠনিক কার্যক্রম। বর্তমানে তাদের নিজস্ব কোনো কার্যালয়ও নেই। 

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বর্তমানে বাংলাদেশ মুসলিম লীগের দলীয় কোনো কার্যক্রম নেই বললে অত্যুক্তি হবে না। এমনকি প্রয়াত সভাপতি এ এইচ এম কামরুজ্জামান খানের বাসার ঠিকানাও ব্যবহার করা হচ্ছে দলীয় নানা কার্যক্রমে।

এ প্রসঙ্গে বাংলাদেশ মুসলিম লীগের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী বলেন, গত বছরের ডিসেম্বরে দলের সভাপতি এ এইচ এম কামরুজ্জামান খান মারা যান। এরপর থেকে সভাপতির পদটি খালি আছে। কাউকে ভারপ্রাপ্ত সভাপতিও করা হয়নি।

এ বছর তো আর সাংগঠনিক কার্যক্রম শুরু করা সম্ভব হচ্ছে না। আগামী বছর শুরু হবে। তখন সম্মেলন করে দলের সভাপতি নির্বাচিত করা হতে পারে।

তিনি আরো বলেন, করোনা ইস্যু ছাড়াও আরো নানা কারণে সাংগঠনিক কার্যক্রমে এখন আর আগের মতো গতি নেই।

আশা করছি, আগামী বছরের সম্মেলনের মধ্য দিয়ে দলের সাংগঠনিক কার্যক্রম বেগবান হতে পারে। আপাতত প্রয়াত সভাপতি কামরুজ্জামান খানের বনানীর বাড়িতে মুসলিম লীগের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –