• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

অসুস্থ মায়ের খোঁজ নিচ্ছেন না তারেক   

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২১  

গত এক সপ্তাহ ধরে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া হাসপাতালে ভর্তি। তবে সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই সন্তান তারেক রহমানের। বর্তমানে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে গতানুগতিক বৈঠক নিয়েই তিনি ব্যস্ত সময় পার করছেন।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তৃণমূলের সঙ্গে প্রতিটি বৈঠকেই দেশে কী করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা যায়, এ নিয়ে মূলত আলাপ-আলোচনা করছেন তিনি। বৈঠকে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে তারেক রহমান এখন পর্যন্ত কোনো কথা বলেননি। 

শুধু তৃণমূলের সঙ্গে বৈঠকে নয়, গত কয়েকদিনে তারেক রহমান বিএনপির একাধিক নেতার সঙ্গেও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলাপ-আলোচনা করেছেন। এ সময়ে বিএনপি চেয়ারপার্সনকে নিয়ে একটি কথাও বলেননি ছেলে তারেক রহমান। 

এদিকে খালেদা জিয়াকে নিয়ে তারেক রহমানের এ ধরনের ভূমিকা ঠাণ্ডা মাথার স্নায়ুযুদ্ধ বলে মনে করছেন বিএনপিতে খালেদাপন্থী হিসেবে পরিচিত নেতারা। এছাড়াও গত কিছুদিন ধরেই বিএনপির বিভিন্ন মহল থেকে খালেদা জিয়ার সঙ্গে তারেক রহমানের সম্পর্কের টানাপোড়েনের খবর শোনা যাচ্ছে।

আর মা ও ছেলের এ টানাপোড়েন এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। তাদের মতে, মা-ছেলের দ্বন্দ্ব এমন পর্যায়ে পৌঁছেছে যে, বর্তমানে খালেদা জিয়ার নাম মুখে আনতে অস্বস্তি বোধ করেন তারেক রহমান।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –