• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

শেখ হাসিনা কখনো বলেননি জোর করে ক্ষমতায় থাকবেন: শাজাহান খান

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২২  

শেখ হাসিনা কখনো বলেননি জোর করে ক্ষমতায় থাকবেন: শাজাহান খান         
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান বলেছেন, শেখ হাসিনা জোর করে ক্ষমতায় থাকবেন তা কখনো বলেননি। জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করলেই তিনি সরকার পরিচালনা করবেন।

গতকাল রোববার বিকেলে মাদারীপুর শহরের শকুনী লেকের পাড়ে স্বাধীনতা অঙ্গনে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শাজাহান খান বলেন, আগামীতে জাতীয় সংসদ নির্বাচন হবে। সেই নির্বাচনে জনগণ ভোট দেবে। জনগণ যাদের ভোট দিয়ে নির্বাচিত করবে তারাই সরকার পরিচালনা করবে।

তিনি আরো বলেন, জনগণ যদি আওয়ামী লীগের পক্ষে ভোট না দেয় তাহলে তো শেখ হাসিনা জোর করে ক্ষমতায় থাকবেন না। তবে দেশে যে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মানুষ আওয়ামী লীগকেই ভোট দেবে।

এ সময় মাদারীপুরের ডিসি ড. রহিমা খাতুনসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –