• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

সামাজিক দূরত্ব তুলে নেওয়ার পর কাবা প্রাঙ্গণে প্রথম জুমা

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২১  

করোনাকালের বিধি-নিষেধ শিথিল করে পবিত্র কাবা প্রাঙ্গণে সামাজিক দূরত্ব তুলে নেওয়ার পর প্রথম জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২২ অক্টোবর) দীর্ঘ ২০ মাস পর পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববিতে পূর্ণ ধারণক্ষমতায় মুসল্লিরা জুমার নামাজে অংশ নেন। এর আগে ১৭ অক্টোবর পবিত্র কাবা প্রাঙ্গণে ফজর জামাতের মাধ্যমে সামাজিক দূরত্ব তুলে নেওয়া হয়। মসজিদ প্রাঙ্গণে মুসল্লিদের সামাজিক দূরত্বের সব চিহ্নও তুলে নেওয়া হয়। টিকার ডোজ সম্পন্ন করা মুসল্লিরা পাঁচ ওয়াক্ত নামাজে অংশ নিতে পারছেন। তবে মুসল্লি ও মসজিদের সব কর্মীকে আগের মতো মাস্ক পরতে হবে। তা ছাড়া নামাজ, ওমরাহ ও রওজা শরিফ জিয়ারতের জন্য ‘তাওয়াক্কালনা’ বা ‘ইতামারনা’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে।

এদিকে প্রায় দুই বছর পর মুসল্লিতে ভরপুর মসজিদুল হারামে অনুষ্ঠিত প্রথম জুমার নামাজে ইমামতি করেছেন শায়খ মাহির আল মুআকলি। মসজিদে নববিতে জুমার নামাজে ইমাম ছিলেন শায়খ আবদুল্লাহ আল বায়িজান। নামাজের আগে ইমামদেরকে ঘোষণা করতে শোনা যায় ‘দাঁড়িয়ে কাতার সোজা করুন, খালি স্থান পূরণ করুন।’ করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্বের বাধ্যবাধকতা থাকায় দীর্ঘদিন যাবৎ ইমামদের মুখে এসব ঘোষণা শোনা যায়নি।

সৌদিপ্রবাসী কর্মী আবদুল্লাহ মাহদি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘এটি মহান আল্লাহর বড় অনুগ্রহ যে আমরা পুনরায় মসজিদের ভেতর পবিত্র কাবা ঘরের চারপাশে হাঁটাচলা করতে পারছি। যদিও এখনো সবাইকে মাস্ক পরতে হচ্ছে, তবু এই পবিত্র প্রাঙ্গণ মুসল্লি ও ওমরাহযাত্রীদের পদচারণে মুখরিত। করোনা বিধি-নিষেধ শিথিলের পর অনুষ্ঠিত প্রথম জুমার নামাজে অংশ নেওয়া মহান আল্লাহর বিশেষ অনুগ্রহে সম্ভব হয়েছে।’

করোনা মহামারি প্রাদুর্ভাবের পর ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি ওমরাহ পালন, নামাজ, জিয়ারতসহ সব ধরনের জনসমাগম স্থগিত করে সৌদি আরব।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –