• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

মুমিনের অন্তর আল্লাহর আরশ

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২২  

প্রশ্ন : কোনো কোনো পীরকে বলতে শোনা যায়, ‘মুমিনের অন্তর আল্লাহর আরশ।’ তাদের বক্তব্য কি সঠিক?

উত্তর : মুমিনের অন্তর আল্লাহর অবস্থানস্থল—এটি সুফিদের প্রচলিত একটি কথা। এ বিষয়ে হাদিস হিসেবে দুটি বক্তব্য প্রচার করা হয়। তা হলো, এক. ‘আসমান ও জমিন আমাকে সংকুলান করে না; কিন্তু একমাত্র আমার মুমিন বান্দার অন্তর আমাকে সংকুলান করে’, দুই. ‘অন্তর আল্লাহ তাআলার ঘর।’ ইমাম ইবনে তাইমিয়া (রহ.) উভয়টিকে জাল বলেছেন। মোল্লা আলী কারি (রহ.) ও জালালুদ্দিন সুয়ুতি (রহ.) প্রমুখ মুহাদ্দিস ইমাম ইবনে তাইমিয়ার বক্তব্যকে সমর্থন করেছেন। একইভাবে ‘মুমিনের অন্তর আল্লাহর আরশ’ বক্তব্যটিকেও আল্লামা সাগানি (রহ.) বানোয়াট বলেছেন। সুতরাং এমন বক্তব্য পরিহার করা উচিত। (কাশফুল খাফা : ২/৯৯-১০০; আল-মাসনু, পৃষ্ঠা ১৬৪)

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –