• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

২৩ ডিসেম্বর ঢাকায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২২  

২৩ ডিসেম্বর ঢাকায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন                
আগামী ২৩ ডিসেম্বর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বর থেকে বাংলাদেশে সর্ববৃহৎ আন্তর্জাতিক কিরাত সম্মেলন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার এক বিবৃতিতে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থার মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী এ তথ্য জানান।

তিনি বলেন, ‘সম্মেলনে বাংলাদেশসহ ১৬টি দেশের বিখ্যাত কারিরা অংশ নেবেন। এ ছাড়া দেশের কয়েকজন মন্ত্রী, সংসদ সদস্য, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিকগণ সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।’

সম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি শুরু হয়েছে। এরপর ধারাবাহিক জেলা ও বিভাগীয় শহরেও আন্তর্জাতিক সম্মেলন বাস্তবায়নে শাখা কমিটিগুলো তৎপর রয়েছে। আগামী সপ্তাহ থেকে কেন্দ্রীয় কার্যালয়ে সব ধরনের শাখা কমিটির সঙ্গে সংলাপে বসবেন আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –