• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

শিশুর কণ্ঠে হুবহু কাবা শরিফের মুয়াজ্জিনের মতো আজান!

প্রকাশিত: ৪ অক্টোবর ২০২২  

শিশুর কণ্ঠে হুবহু কাবা শরিফের মুয়াজ্জিনের মতো আজান!                
পবিত্র কাবা শরিফের মুয়াজ্জিনের সুললিত কণ্ঠ অনুকরণ করে আজান দিয়ে মুগ্ধ করলো ভারতের কেরালা রাজ্যের এক শিশু। তার আজান উপস্থিত সবাইকে মুগ্ধ করেছে। শিশুটির আজান এরই মধ্যে স্যোসাল মিডিয়ায় ভাইরাল।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাতে এই তথ্য জানায়। 

মুহাম্মাদ আল বালুশি নামে ওমানের একজন এক্টিভিস্ট কেরালার সিদ্দিকিয়া মাদরাসাটি পরিদর্শনে যান। সেখানে তিনি ওই শিশুর কণ্ঠে এই সুললিত কণ্ঠের আজান শুনেন। এবং পরবর্তীতে ইন্সটাগ্রামে আজানের ভিডিওটি পোস্ট করেন। নেটিজেনেরা এই ভিডিওটির ব্যাপক প্রশংসা করেছেন।

জানা গেছে, সিদ্দিকিয়া মাদরাসাটি ভারতের কেরালায় অবস্থিত, মাদরাসাটিতে শিশুরা কোরআন হেফজসহ ইসলামী বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করে থাকে। এতে শিশুদের জন্য বসবাসের আবাসিক ব্যবস্থা রয়েছে। শিশু শিক্ষার্থীদের প্রতিদিনের আহার ও পোশাকের ব্যবস্থা করা হয় বিভিন্ন মানুষের সহায়তা ও অনুদানে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –