• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

বিশ্বজুড়ে ইনস্টাগ্রাম ‘ডাউন’

প্রকাশিত: ৯ মার্চ ২০২৩  

ফটো শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রাম ব্যবহার করতে গিয়ে গতকাল বুধবার অসংখ্য গ্রাহক সমস্যার মুখোমুখি হয়েছেন। কিছু সময়ের জন্য ইনস্টাগ্রাম ‘ডাউন’ ছিল বলে জানা গেছে।

গতকাল বুধবার বার্তাসংস্থা রয়টার্স ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেকটরডটকমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। জানা গেছে, এ সময় বিশ্বের বিভিন্ন দেশের হাজারো গ্রাহক এই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার করতে ব্যর্থ হন।

যুক্তরাষ্ট্রে ৪৬ হাজারেরও বেশি গ্রাহক ইনস্টাগ্রাম ব্যবহার করতে না পারার অভিযোগ জানিয়েছেন। ডাউনডিটেক্টর গ্রাহকদের জমা দেওয়া এরর রিপোর্টসহ বিভিন্ন উৎস থেকে তথ্য নিয়ে এ বিষয়টি নিরীক্ষা করে। এ ছাড়াও যুক্তরাজ্যের প্রায় ২ হাজার এবং অস্ট্রেলিয়া ও ভারত, উভয় দেশের ১ হাজারের বেশি ব্যবহারকারী ছবি এ ধরনের সমস্যায় পড়েছেন বলে জানায় ডাউনডিটেক্টর।

ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠানের নাম মেটা প্ল্যাটফর্মস। এ বিষয়ে জানার জন্য রয়টার্স মেটার সঙ্গে যোগাযোগ করলেও প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –