• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের আজকের সম্ভাব্য একাদশ

প্রকাশিত: ২৫ জুলাই ২০২১  

সফরকারী বাংলাদেশের কাছে টেস্ট ও ওয়ানডে সিরিজে অসহায় আত্মসমর্পন করলেও টি-টোয়েন্টি সিরিজটি জমিয়ে তুলেছে স্বাগতিক জিম্বাবুয়ে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ে জেতায় দুদলের মধ্যকার আজকের তৃতীয় ও শেষ ম্যাচটি রূপ নিয়েছে ফাইনালে। আজকের বিজয়ী দলের অধিনায়কই উচিয়ে ধরবেন টি-টোয়েন্টি সিরিজের ট্রফিটি।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় শুরু হবে ম্যাচটি। গত ম্যাচের ভুল শুধরে ‘ফাইনাল’টি জিততে চায় টাইগাররা। এই ম্যাচে বাংলাদেশই ফেভারিট হিসেবে নামবে। তবে জিম্বাবুয়েও চাইবে মরণ কামড় বসাতে। উল্লেখ্য যে, টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ জয় পায় ৮ উইকেটে। অন্যদিকে, দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ে জয়লাভ করে ২৩ রানে।

আজকের ম্যাচে টাইগারদের সম্ভাব্য একাদশ:

মোহাম্মদ নাঈম, সৌম্য  সরকার, মেহেদি হাসান, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শামিম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ/মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –