• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

অবশেষে অধিনায়কের নাম ঘোষণা করল অস্ট্রেলিয়া

প্রকাশিত: ২ আগস্ট ২০২১  

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে অস্ট্রেলিয়া ক্রিকেট দল এখন বাংলাদেশে। মঙ্গলবার শুরু হবে সেই সিরিজ। নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চ ইনজুরিতে থাকায় বাংলাদেশ সফরে অজিদের নেতৃত্ব কে দেবে- তা নিয়ে চলছিল আলোচনা। অবশেষে সিরিজ শুরুর একদিন আগে অধিনায়কের নাম ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া।

বাংলাদেশের বিপক্ষে সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিবেন ম্যাথু ওয়েড। উইন্ডিজের বিপক্ষে সিরিজে ফিঞ্চের অবর্তমানে অজিদের নেতৃত্ব দিয়েছিলেন অ্যালেক্স ক্যারি। তবে বাংলাদেশে নেতৃত্ব দেবেন ওয়েড। সিরিজের প্রস্তুতির জন্য রবিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। কঠোর স্বাস্থ্যবিধি মেনে এগিয়ে চলছে এই সিরিজের সব আয়োজন।

৩ আগস্টে শুরু হওয়া এই সিরিজ শেষ হবে ৯ আগস্টে। এই সিরিজে অজি দলে নেই স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যারন ফিঞ্চ ও প্যাট কামিন্সরা। এদিকে, বাংলাদেশ দলে নেই তামিম ইকবাল, মুশফিকুর রহীম ও লিটন দাসরা।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –