• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

আইরিশদের উড়িয়ে দিল শ্রীলঙ্কা

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২১  

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বের ম্যাচে আয়ারল্যান্ডকে উড়িয়ে দিয়েছে এশিয়ান জায়ান্ট শ্রীলঙ্কা। ‘এ’ গ্রুপের ম্যাচে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আইরিশদের ৭০ রানে হারিয়েছে শানাকাবাহিনী। এ জয়ের ফলে সুপার টুয়েলভে উঠা অনেকটাই নিশ্চিত করে ফেলেছে লঙ্কানরা।

শ্রীলঙ্কার দেওয়া ১৭২ রানের টার্গেটে খেলতে নেমে ১০১ রানেই গুটিয়ে যায় আইরিশদের ইনিংস। অধিনায়ক আন্দ্রে বালবার্নি সর্বোচ্চ ৪১ রান করেছেন। এছাড়া কুর্তিস ক্যাম্ফার ২৪ রান করেন। শ্রীলঙ্কার মাহিশ থিকশানা ৪টি উইকেট লাভ করেছেন। লাহিরু কুমারা শিকার করেছেন ২টি উইকেট। এছাড়া চামিরা, চামিকা ও হাসারাঙ্গা একটি করে উইকেট নেন।

এর আগে টসে হেরে ব্যাটিং করতে নেমেই জশুয়া লিটলের বোলিং তোপে মাত্র ৮ রানেই তিন উইকেট হারায় শ্রীলঙ্কা। এরপরই পাল্টা আক্রমণ করেন ওয়ানিন্দু হাসারাঙ্গা ও পাথুম নিসাঙ্কা। চতূর্থ উইকেটে দুজনে গড়েন ১২৩ রানের জুটি। হাসারাঙ্গা ৪৭ বলে ৭১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এছাড়া নিসাঙ্কা ৪৭ বলে ৬১ রান করেন। শেষ দিকে ১১ বলে ২১ রানে অপরাজিত থাকেন অধিনায়ক দাসুন শানাকা।

আইরিশ পেসার জশুয়া লিটল ৪ ওভারে ২৩ রান দিয়ে ৪টি উইকেট লাভ করেন। এছাড়া মার্ক এডায়ার ২টি উইকেট লাভ করেন। ম্যাচসেরা হয়েছেন হাসারাঙ্গা।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –