• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

শেষ বলে ছক্কা মেরে নায়ক ট্রেন্ট বোল্ট

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২১  

নিউজিল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সুপার স্ম্যাশে শেষ বলে ছক্কা মেরে ম্যাচ জয়ের নায়ক হয়ে গেলেন পেস তারকা ট্রেন্ট বোল্ট। স্ম্যাশে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ক্যান্টারবুরির বিপক্ষে ম্যাচ ছিল নর্দান ডিসট্রিক্টসের। শেষ বলে প্রয়োজন ছিল ৬ রানের। স্পেশালিস্ট বোলার হয়েও এই সমীকরণ মিলিয়ে নর্দান ডিসট্রিক্টসকে জিতিয়ে দেন ট্রেন্ট বোল্ট।

মাউন্ট মঙ্গানুইতে ১০৮ রানের লক্ষ্য তাড়ায় শেষ ওভারে নর্দানের প্রয়োজন ছিল ৮ রান, হাতে ৪ উইকেট। বাঁহাতি পেসার এডওয়ার্ড নাটালের প্রথম দুই বলে আউট হয়ে যান আনুরাগ ভার্মা ও ইশ সোধি। এরপর বোল্ট নেমে প্রথম বলেই সিঙ্গেল নেন। চতুর্থ বলে ক্যাচ দিয়ে ফেরেন জো ওয়াকার। শেষ দুই বলে দরকার ৭ রান। ক্রিজে তখন শেষ জুটি।

ইনিংসের শুরুর দিকে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়া ওপেনার ক‍্যাটেন ক্লার্ক আবার ব্যাটিংয়ে ফিরে পঞ্চম বলে সিঙ্গেল নেন। শেষ বলে দরকার হয় ৬ রানের। ব্যাটারের নাম ট্রেন্ট বোল্ট। এডওয়ার্ড নাটালের করা বলটি ডিপ মিডউইকেটের ওপর দিয়ে সীমানাছাড়া করে তিনি সব হিসাব মিলিয়ে দেন। এর আগে বল হাতেও ২১ রানে ২ উইকেট নেন এই বাঁহাতি পেসার।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –